স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ছাগলনাইয়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম শেখ সাদীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো: খুরশিদ রহমান সূর্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হানিফ রাজু,
পৌর ছাত্রদলের সদস্য সচিব গাজী ইকবাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক আলম সোহেল প্রমুখ।