× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

২১ আগস্ট ২০২৫, ১৫:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‎স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২০ আগস্ট) ছাগলনাইয়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম শেখ সাদীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো: খুরশিদ রহমান সূর্য।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎ এতে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হানিফ রাজু, 

‎পৌর ছাত্রদলের সদস্য সচিব গাজী ইকবাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক আলম সোহেল প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.