× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাকসু নির্বাচনে সদস্য প্রার্থী রাজস্থলীর রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি)

২১ আগস্ট ২০২৫, ১৬:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রাজস্থলীর কন্যা রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় অভিজ্ঞতা থেকে উঠে আসা এই তরুণী শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

গত ১৯ আগস্ট বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রথম পোস্টের মাধ্যমে তিনি ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন— “বৈচিত্র্যের শক্তি, পরিবর্তনের অঙ্গীকার। অনেক দ্বিধা–দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে নিজেকে ডাকসু নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। খুব শীঘ্রই নিজের নির্বাচনী পদ ও ইশতেহার নিয়ে আপনাদের সামনে আসবো।

এরপর ২০ আগস্ট বিকেলে আরেকটি পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে জানান যে তিনি ‘ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক’ পদে প্রার্থী হচ্ছেন। ওই পোস্টে তিনি লেখেন,

‘পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ক্যারিয়ার গড়তে গিয়ে হতাশায় পড়েন। কেউ সরকারি চাকরির পেছনে ছুটতে ছুটতে বাকি ক্যারিয়ারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন, আবার অনেকে যুগোপযোগী স্কিলের অভাবে বেসরকারি খাতে সুযোগ হারান। যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও অনেকেই জানেন না বিদেশে উচ্চশিক্ষার পথ কীভাবে তৈরি করতে হয়। আমি চাই এসব সংকট থেকে শিক্ষার্থীদের উত্তরণের ব্যবস্থা করতে।’

রুপাইয়া শ্রেষ্ঠা আরও উল্লেখ করেন, ‘পড়াশোনার সময়েই শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন, সেই উদ্যোগ নিতে চাই। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়া সহজ করা, বিসিএসসহ সরকারি চাকরির প্রস্তুতিকে আরও কার্যকর করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিয়ার সঙ্গে দেশের ইন্ডাস্ট্রির একটি স্থায়ী সেতুবন্ধন তৈরি করাই আমার লক্ষ্য।’

নিজেকে “পাহাড় ও সমতলের মিষ্টি মেলবন্ধনে বেড়ে ওঠা” বলে পরিচয় দিয়ে তিনি বলেন— ‘সবার অধিকার রক্ষায় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়েই আমি প্রার্থী হয়েছি। শিক্ষার্থীদের ভোট, দোয়া ও সমর্থনই আমাকে এগিয়ে নেবে।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.