বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৫ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ আগস্ট ) সকালে ১১ টা দিকে রুমা উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির রাস্তার মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা সভাপতি মারমা যুবসমাজ মংহাইনু মারমা, সভাপতি ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম রিপন ত্রিপুরা,বিশেষ বক্তা নারীবাদী প্রতিনিধি রেএয়ময় বম, প্রধান অতিথি রুমা প্রেসক্লাব সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা মারমা যুবসমাজ সদস্য ড ওয়াই নু মারমা, সঞ্চালন মারমা যুবসমাজ সাধারণ সম্পাদক অংচোওয়া মারমা।
বক্তারা বলেন, ‘একজন স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ে এভাবে নির্যাতনের শিকার না হয়।’
মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, ‘আমরা স্কুলে নিরাপদে পড়তে চাই। এ ধরনের ঘটনা আমাদের আতঙ্কিত করে তুলছে।’
মারমা যুব-সমাজের নেতারা জানান, ‘প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’