জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এম এ রব মিয়ার আকন ভিলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোছাইন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান মুন্সি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেক’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক শ্রীরামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মো.সাইফুল আলম মৃধা।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাল, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘বএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করেছি।
কর্মসূচিতে উপজেলা ও স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।