× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

লোহাগড়া, নড়াইল

২১ আগস্ট ২০২৫, ১৭:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নড়াইলের লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর ১২ টায় লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা-মশাঘুনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। 

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁনের সার্বিক সহযোগিতায় শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইফফাত আরা’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জগন্নাথ কুমার দাসের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন। 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মো: শরিফুজ্জামান, সহকারী শিক্ষক সিকিয়া পারভীন, মোসা.খাদিজা পারভীন, মোসা.সাবিনা ইয়াসমিন, শামীমা নাসরিন ইভা। 

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন শিশুদের উদ্দেশ্যে বলেন,’ শিশুদের লেখাপড়ার প্রতি আরও বেশী উৎসাহ এবং মনোযোগ বৃদ্ধির জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। 

এধরণের কাজে শিক্ষা অনুরাগীদের এগিয়ে আসা উচিত। 

পরে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ওই বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিশু শিক্ষার্থী লামিয়া খানম, ২য় শ্রেণীর আছিয়া খানম ও অধরা আফরিন ইমা বলেন, ‘ছবি আঁকার জন্য খাতা, কলম, রঙ্গিন পেন্সিল, রাবার, কার্টারসহ অন্যান্য উপকরণ পেয়ে ভালো লাগছে। আমরা খুব খুশি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.