চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২১ আগস্ট) দুপুরে এটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. আল-আমীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মামুন হোসেন বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল সহ অনেকে।
উদ্বোধন ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জীবননগর শহরের এখানে চার রাস্তার মোড়। অনেক ব্যাস্ততম একটি জায়গা।গাড়িগুলো টার্নড করার জন্য এখানে একটি স্থাপনা প্রয়োজন। স্থাপনা থাকলে সহজেই এইখান থেকে গাড়িগুলো তাদের গন্তব্যে যাতায়াত করতে পারে। পূর্বের স্থাপনা টি ভেঙ্গে যাওয়ার পরে জীবননগর বাসি একটি ইসলামিক ভাস্কর্যের দাবি করেন।তাদের দাবির প্রেক্ষিতে খুব সুন্দর নজরকাড়া একটি ইসলামিক ভাস্কর্য তৈরা করা হয়েছে। এজন্য জীবননগর পৌর প্রশাসক কে ধন্যবাদ জানাই।
চৌরাস্তায় ট্রাফিক পুলিশের দাবি জানানো হলে তিনি বলেন, এই বিষয়ে এসপি সাহেবের সাথে কথা বলা হবে।যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে ট্রাফিক পুলিশ থাকবে।
উল্লেখ যে,জীবননগর পৌর বাসস্ট্যান্ড চত্বরে টাইগার চত্ত্বর টি ভেঙ্গে যাওয়ার পরে জীবননগর বাসি এখানে একটি ইসলামিক ভাস্কর্য নির্মাণের দাবি করেন। জীবননগর পৌরসভার উদ্যোগে ৮ লক্ষ ত্রিশ হাজার ৭শ ৫৮ টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয় ইসলামিক ভাস্কর্য টি নির্মাণ করেন।