× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৫, ১৯:০৩ পিএম

প্রতীকী ছবি।

সাতক্ষীরা সরকারি কলেজে পরীক্ষা চলাকালে শরিফা আক্তার লিপি নামে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে অনার্স তৃতীয় বর্ষ প্রাক-নির্বাচনী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়ে সে। নিহত শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।

অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় কলেজ কর্তৃপক্ষ। এসময় তাঁকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মৃত শরিফা আক্তার লিপি শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের কন্যা। তার রোল নম্বর ছিল ২২১৬১২১। দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পরিবার জানিয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সে আমাদের মেধাবী ছাত্রী ছিল। তার আত্মার মাগফেরাত কামনায় আগামী ২৪ আগস্ট (রবিবার) বাদ যোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

হঠাৎ এ মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.