× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী পল্লীতে বিশুদ্ধ পানির মটর স্থাপন

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ

২১ আগস্ট ২০২৫, ১৯:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আদিবাসী পল্লীতে বিশুদ্ধ খাবার পানির মটর স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. মিজানুর রহমান।

বুধবার (২০ আগস্ট) বিকেলে রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাড়ি পাড়া গ্রামে প্রায় ৪০টি আদিবাসী পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে এ মটার স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা ধীরেন বর্মন, ইউপি সদস্য, রহনপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামের সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিলো। মটার স্থাপনের ফলে এ সমস্যার সমাধান হলো এবং আদিবাসী জনগোষ্ঠী উপকৃত হবে।

ডঃ মিজানুর রহমান বলেন মানুষের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের সামাজিক দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে এলাকার অবহেলিত জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করি

এ সময় তিনি এলাকার মানুষের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.