× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে ছাত্র হত্যা: ঝালকাঠির রাজাপুর ইউএনও বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

২১ আগস্ট ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জুলাই আন্দোলনে সাভারে ছাত্র হত্যা মামলার আসামী ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় রাজাপুর উপজেলা চত্বরে “জুলাই যোদ্ধা রাজাপুর উপজেলা”র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাভারের জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,জাকারিয়া সুমন, টুকু মৃধা,মাওলানা বাইজিদ,আব্দুল আলীম,জুলাই মুসা, মোস্তফিজ।

বক্তারা বলেন, গত বছর ৫ আগষ্ট রাহুল চন্দ সাভারে ইউএনও থাকা কালে ঢাকামুখি লংমার্চে পুলিশ রাহুলের নির্দেশে গুলিবর্ষন করে। এ সময় সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম গুলিতে নিহত হয়। এ ঘটনায় আলিফ আহম্মেদের বাবা সাভার মডেল থানায় যে মামলা করেছেন,তাতে রাহুল চন্দকে ৫ নম্বর আসামি করা হয়েছে। একজন মামলার আসামিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া প্রশাসনের জন্য কলঙ্কজনক।

তারা আরও বলেন, সাভারের ওই নৃশংস হত্যাযজ্ঞে মূল নির্দেশদাতা ছিলেন রাহুল চন্দ। অথচ তিনি এখনো বহাল তবিয়েতে সরকারি পদে রয়েছেন। বক্তারা অবিলম্বে তাকে রাহুল চন্দকে অব্যাহতি দিয়ে গ্রেপ্তার করে আইনরে আওতায় এনে শাস্তির দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.