× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

২১ আগস্ট ২০২৫, ২০:৫৬ পিএম । আপডেটঃ ২১ আগস্ট ২০২৫, ২০:৫৭ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে মাটিরাঙ্গা জোন। 

বুধবার (২০ আগস্ট) গভীর রাতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে চকলেট, ওষুধ ও পারফিউমসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার ২৬০ টাকা।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। 

জব্দকৃত অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.