× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুনামগঞ্জে তদন্ত প্রতিবেদনের প্রতিবাদ জানালেন জুলাই যোদ্ধা

সুনামগঞ্জ প্রতিনিধি

২১ আগস্ট ২০২৫, ২১:১৮ পিএম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বানোয়াট তদন্ত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জুলাই যোদ্ধা আফতাব উদ্দিন।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রদত্ত অনুদানের চেক নিয়ে পরিকল্পিত গুজব ও আওয়ামীলীগ নেতা তকমা দিয়ে, তথ্য সন্ত্রাস, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে আত্মপক্ষ সমর্থন করে নিজের অবস্থানও সুস্পষ্ট করেছেন তিনি।

জানা যায়,গত ২৯ জুলাই সুনামগঞ্জের এডিএম রেজাউল করিম ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির মাধ্যমে আফতাব উদ্দিনকে জুলাই গেজেট হতে নাম বাতিলের পাশাপাশি তার গেজেটেভূক্তি যথাযথ হয়নি বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রেরন করে। এতে আফতাব উদ্দিনসহ ৪ জুলাই যোদ্ধাকে ভুয়া প্রমাণে তৎপর হয় কথিত তদন্ত কমিটি। 

অথচ জেলা প্রশাসনের  নেতৃত্বাধীন তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম শুরু হওয়ার আগেই তদন্ত কার্যক্রমকে প্রভাবিত ও বাধাগ্রস্থ করার লক্ষ্যে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহানসহ কতিপয় সহকর্মীগন কর্তৃক কাউন্টার একটি তদন্তটিম গঠন করত: বেআইনী প্রক্রিয়ায় স্বঘোষিত তদন্ত কর্মকর্তা সেজে তার চিকিৎসা সংক্রান্ত সাক্ষী প্রমাণ আলামত নষ্ট করার ঘৃন্য চক্রান্তে লিপ্ত হয়।

এরই প্রতিবাদে এবং পরিকল্পিত গুজব তকমা দ্বারা উদ্দেশ্যমূলকভাবে মানহানী ঘটানোর পাশাপাশি সাংবাদিক আফতাব উদ্দীন ও তার পরিবারবর্গের জানমালের মারাত্মক ক্ষতিসাধনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন তার পরিবারের লোকজন। আফতাব উদ্দীন বলেন,আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব ও জুলাই-আগস্টের আগে একই সংগঠনের সাবেক পৌর কমিটির আহবায়ক ছিলাম।

২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সিলেট মহানগরের আহবায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব আরাফাত ইসলামের আহবায়ক কমিটির সক্রিয় সদস্য ছাড়াও বিএনপির সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম,বিএনপি’র চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সৈয়দ তৌফিকুল হাদিসহ বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে রাজনীতি করে এসেছি। গত ৪ঠা আগস্ট ২০২৪ইং সুনামগঞ্জ শহরে জুলাই ছাত্র জনতার গণ অভ্যূত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্দেশে প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি এবং আমি একজন সাংবাদিক হিসাবে সংবাদ সংগ্রহ করি।

৪ঠা আগস্ট আন্দোলন চলাকালে পুলিশের টিয়ার সেলে এবং ছাত্রলীগের ইট পাটকেলে গুরুতর  আহত হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করে জেলা প্রশাসকের বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করলে, সদর উপজেলা ও জেলা কমিটি যাচাই বাছাই শেষে তালিকাভূক্ত করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় আমার নাম এমআইএসভূক্ত ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সি ক্যাটাগরী তালিকায় গেজেটভূক্ত হয়। সরকার সি ক্যাটাগরীর আহতদেরকে এককালীন আর্থিক অনুদান প্রদান করলে ১০ মে শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আমন্ত্রণে যথারীতি স্বশরীরে উপস্থিত হয়ে  আমার নামে মন্ত্রণালয় প্রদত্ত অনুদানের চেক গ্রহন করি।

এতে ঈর্ষান্বিত হয়ে সুনামগঞ্জের সাংবাদিকতায় কোন্দল গ্রুপিং এর সুযোগে আমার দুইজন সহকর্মী একে অপরের সহায়তায় পরষ্পর বেআইনী জনতায় মিলিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ১২-০৫-২০২৫ তারিখে সোহানুর রহমান নামীয় ভেরিফাইড ফেইসবুক আইডি,১৩-০৫-২০২৫ইং তারিখে সুনামগঞ্জে তালাশ নামীয় ফেইক ফেইসবুক আইডি,২৬-০৫-২৫ ইং তারিখে বেসরকারী স্যাটেলাইট যমুনা টেলিভিশনে, অভ্যুত্থানে অংশ না নিয়েও পেলেন অনুদান,তদন্তে চাঞ্চল্যকর তথ্য,আওয়ামীলীগ দুই নেতা পদ পেয়েছেন জাতীয়তাবাদী বাউল দলে শিরোনামে যমুনা টেলিভিশনে প্রচারিত মিথ্যা নিউজে আমাকে আওয়ামীলীগ নেতা ও ভুয়া জুলাই যুদ্ধা তকমা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আমার নামে গুজব ও কুৎসা রটিয়ে সমাজে আমার ভাবমূর্ত্তি নষ্ট করত: আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রশাসন ও জনগনকে ক্ষেপিয়ে উত্তেজিত করে যেকোন মূল্যে আমাকে খুন করানোর জন্য উঠেপড়ে লাগে।

আমি তাৎক্ষনিকভাবে বিভিন্ন মাধ্যমে পরিবেশিত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদসহ  পরিকল্পিত গুজব সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কাঁদানে গ্যাসের ফলে তার চোখের চিকিৎসাস্থল সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ডাক্তার ও স্টাফদের ভূল বুঝিয়ে ভয় দেখিয়ে ইচ্ছেমত শিখিয়ে বুঝিয়ে মনগড়া ভিডিও বক্তব্য রেকর্ড করত: যমুনা টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে সম্প্রচার ও পরিবেশনসহ উদ্দেশ্যমূলক একতরফা বানোয়াট ভিত্তিহীন নেতিবাচক  সংবাদ  প্রকাশ করা হয়েছে উল্লেখ করে আফতাব উদ্দিন বলেন, পরিবেশিত একপেশে সংবাদে আমাকে আত্মপক্ষ সমর্থন করে আমার কোন বক্তব্য নেয়ার প্রয়োজন মনে করেনি সোহানুর রহমান সোহান।

একটি সরকারী তদন্তাধীন বিষয় নিয়ে তদন্তের আগেই এ ধরনের ডকুমেন্টারী তৈরী,আমার সাক্ষীদেরকে হুমকি দিয়ে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার এখতিয়ার কারো নেই। সোহানুর রহমান সোহান নিজে নিজে স্বঘোষিত তদন্ত কর্মকর্তা সেজে আরোও কয়েকজন সহকর্মীদের নিয়ে মনগড়া তদন্ত কমিটি গঠন করে আমার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সরকারী তদন্তাধীন কমিটিকে পাশ কাটিয়ে তার ইচ্ছেমত তদন্ত করেছে এবং ব্যক্তিগত মনগড়া মতামত ও যুক্তি দাড় করিয়েছে।

তার এহেন অপতৎপরতায় সাক্ষী প্রমান বিনষ্ট করাসহ আমার সম্মানহানী হয়েছে এবং প্রাণহানীর আশংকা রয়েছে।

উল্লেখ্য যে, উক্ত সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কাছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৪৭৮ নং গেজেটভূক্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৯৮৬৫ নং এমআইএসভূক্ত স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহত এ ক্যাটাগরীর জুলাই যুদ্ধা মো. জহুর আলীর একটি চাঁদাবাজীর ও ৫ আগস্টের পর দেশে ল্যাংড়া লোলায় ভরে গেছে বলে কটুক্তি করার অভিযোগও তদন্তাধীন রয়েছে।

সুনামগঞ্জের সাংবাদিক ও জুলাইযোদ্ধা আফতাব উদ্দিন বানোয়াট তদন্ত প্রতিবেদন বাতিল করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.