চট্টগ্রাম নগরের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ওয়াসীল চৌধুরীর বাড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, মৃত আবুল কাশেমের ছেলে নুর মোহাম্মদ চৌধুরী, মেয়ে বিবি ফাতেমা ও সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ চৌধুরীসহ ১৩ জন মিলে আয়েশা বেগম নামের এক অসহায় নারীর জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন।
এ ঘটনায় পুলিশের সহযোগিতা চেয়ে আয়েশা বেগম গত ১৮ আগস্ট নগরীর বন্দর থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে পুলিশ ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা।
ভুক্তভোগী আয়েশা বেগম বলেন, যে জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে, সেটি আমার অংশ। জায়গা বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভবন তোলা হচ্ছে। আদালতে গেলে নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু সেই আদেশকেও অমান্য করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুর মোহাম্মদ চৌধুরী বলেন, অভিযোগকারী আমার বোন। জায়গা পাবে এ নিয়ে কোনো আপত্তি নেই। আরও খালি জায়গা আছে, সেখান থেকে নিতে পারে।
বন্দর থানার এসআই আসাদুল হক বলেন, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। আদালতের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।