বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। তারা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ডা বাজার(মন্ডল বাড়ী) এলাকার আকালু মন্ডলের ছেলে মো: রাজু আহমেদ (৩৯), ঢুরিয়ারভিটা এলাকার মো: ছলিম উদ্দিনের ছেলে মো: সবুর মিয়া (৫৭)। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে সরিষাবাড়ী থানা পুলিশ৷ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টায় সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই মজিবর, পুলিশ সদস্য আমিনুল, জাহাঙ্গীর, আমিরুল, বারেক এর সহযোগিতায় পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চৌরাস্তা উজ্জ্বল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২৫০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে। পরে থানার এসআই মো: শাহীন মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে এএসআই শাহাদাৎ জানান, ২ জন গ্রেফতার করা হয়েছে।
এদিকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তবে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা জানান, মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই জামালপুর জেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরো জানান, জেলার প্রতিটি থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।