× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভার্কের উদ্যোগে সীতাকুণ্ডে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

মোহাম্মদ জাম‌শেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।

২৩ আগস্ট ২০২৫, ২০:০৫ পিএম

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে সীতাকুণ্ডে মেধাবী ২৬ জন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে মোট ৪ লাখ ৮ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব কনফারেন্স রুমে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্কের সহকারী পরিচারক মোঃ আজম রানার সভাপতিত্বে ও সীতাকুণ্ড শাখা ব্যবস্থাপক মোঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি ব্যাংক সীতাকুণ্ড শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, ভার্ক নিজামপুর শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, ভাটিয়ারী শাখার ব্যবস্থাপক মোঃ শরিফুর রহমান, কর্নেলহাট শাখার ব্যবস্থাপক মোঃ সামিউল হক ও পৌর বাজার কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইফরানুল মোস্তফা (সীতাকুণ্ড), জবা রানী নাথ (নিজামপুর), মিসবাহুল নুর সিয়াম (ভাটিয়ারী) এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রৌশনারা চৌধুরী (কর্নেলহাট)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, সাংবাদিক নাছির উদ্দিন অনিক, তালুকদার নির্দেশ বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, ভার্ক প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে প্রশংসা অর্জন করছে। এই বৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়ায় বড় ভূমিকা রাখবে।

ভার্কের এরিয়া ব্যবস্থাপক মোঃ আজম রানা জানান, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি একটি বড় সহায়তা। এবছর ২৬ জনকে মোট ৪ লাখ ৮ হাজার টাকা দেওয়া হয়েছে। আগামীতে বৃত্তির পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.