× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিক্রয়ের ৪০ বছর পর ফসল নষ্ট করে জমি দখলের সাইনবোর্ড

প্রতিকার চেয়ে কৃষকদের সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

২৩ আগস্ট ২০২৫, ২০:০৮ পিএম

বিক্রয়ের ৪০ বছর পর রেকর্ডের সুত্র ধরে ফসল নষ্ট করে কৃষকদের জমি দখল করে সাইনবোর্ড লাগানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদসহ আইনগত সহযোগিতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার(২৩ আগস্ট)দুপুরে পাবনার ঈশ^রদী পৌরশহরের পাতিলাখালি এলাকায় ভুক্তভোগি কৃষক আলহাজ¦ কামরুজ্জামান সিরাজ ও তাঁর ভাইয়েরা নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে কৃষক কামরুজ্জামান সিরাজ ও তাঁর ভাইদের দাবী ৪০ বছর আগে এলাকার মুজাহার আলী প্রামানিক, দলিল উদ্দিন টুকু প্রামানিক, তাদের বোন রওশনারা খাতুন ও মনোয়ারা খাতুন গংদের নিকট থেকে শহরের পাতিলাখালি ওয়াবদা, বস্তিপাড়া সংলগ্ন ও  ভূতেরগাড়ি মৌজায় জমি ক্রয় করা হয়। সেই জমির খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছেন। কিন্তু ভুল করে আরএস রেকর্ডে জমি বিক্রেতাদের নাম চলে আসে। সেই রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে তাদের ওয়ারিশরা জমির মালিকানা দাবী করে সন্ত্রাসী কায়দায় তিন দাগে ৪০ কাঠা জমি দখল করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। কিছু বললেই প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করছেন।

বিবাদমান জমি বায়নামুল্যে ক্রয় সুত্রে মালিক দাবীতে সাইনবোর্ড লাগানো মোস্তফা নুরে আলম শ্যামল বলেন, আমি অবৈধভাবে কামরুজ্জামান সিরাজের জমি দখল করি নাই।  জমির বৈধ মালিক সেলিম প্রামানিক ও যোবায়দা খাতুনের নিকট থেকে আমি জমি কিনেছি। তাদের নামে সকল কাগজ রয়েছে।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান সিরাজের অভিযুক্ত জমি দখলদার  সজিব প্রামানিক বলেন- জমিগুলো আমাদের দাদা ও বাবার নামে। কামরুজ্জামান সিরাজ আমার অন্যান্য শরিকদের নিকট থেকে সামান্য জমি কিনে সকল শরিকদের জমি অবৈধভাবে ভোগ দখল করে আছে। বিষয়টি জানার পর আমরা আমাদের জমি দখল করে নিয়েছি। সজিব প্রামানিকের দাবী কামরুজ্জামান সিরাজ অবৈধ দখলদার। তার নামে কোন কাগজ নেই। তারপরও বিভিন্ন সময় তাদের নামে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.