× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘিওরের অসুস্থ বিজয় সুএধরের উন্নত চিকিৎসার জন্য সহায়তার আহ্বান

মানিকগঞ্জ প্রতিনিধি।

২৩ আগস্ট ২০২৫, ২০:১১ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার অসহায় যুবক বিজয় সুএধর (পিতা: নিতাই সুএধর) দীর্ঘদিন ধরে দুটি পায়ের জটিল সমস্যায় ভুগছেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও কোনো সুফল মেলেনি। চিকিৎসকদের পরামর্শে এখন তাকে ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া প্রয়োজন।

ইতোমধ্যে মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ ইলিয়াস হোসেন ও ‘গরিবের বন্ধু ইলিয়াস ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিজয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি স্থানীয় কয়েকজন সমাজসেবী এবং শুভাকাঙ্ক্ষীও নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। তবে উন্নত চিকিৎসার জন্য এখনও উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন রয়েছে।

বিজয়ের পিতা নিতাই সুএধর বলেন,
“আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু দেশের ভেতরে সঠিক চিকিৎসা হয়নি। এখন ডাক্তাররা বলছেন, তাকে ভারতে নিতে হবে। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তাই সবাই যদি পাশে দাঁড়ান, আমার ছেলেটা নতুন জীবন পাবে।”

মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন,“গরিবের বন্ধু ইলিয়াস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে কিছু সহায়তা দিয়েছি। তবে বিজয়ের উন্নত চিকিৎসার জন্য আরও অনেক অর্থ প্রয়োজন। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে ছেলেটির চিকিৎসা সম্ভব হবে।”

স্থানীয় এক শুভাকাঙ্ক্ষী জানান,
“বিজয় আমাদের এলাকার সন্তান। আমরা যতটুকু পেরেছি সহায়তা করেছি। সমাজের অন্যরাও যদি পাশে দাঁড়ায়, তবে বিজয় আবার সুস্থ হয়ে উঠবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.