× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবিলম্বে সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে: রফিকুল ইসলাম খান

‎জেলা প্রতিনিধি, পাবনা

২৩ আগস্ট ২০২৫, ২০:১২ পিএম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অবিলম্বে সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের শীর্ষ  নেতাদের হত্যা করা হয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে।

‎শনিবার (২৩ আগষ্ট) দুপুরে  পাবনা জেলা জামায়াতের উদ্যোগের দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে আয়োজিত ষান্মাসিক রোকন  সম্মেলনে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব।

‎তিনি বলেন, রুকনদের অনিয়মে যুক্ত থাকা যাবে না। অনিয়মে যুক্ত থাকার প্রমাণ পেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।  আগামী নির্বাচন হবে আমাদের জন্য চ্যালেঞ্জিং নির্বাচন, নির্বাচনে শারীরিক, মানসিক পরিশ্রম এবং ব্যাপক সময়  কাজ করে এগিয়ে যেতে হবে। নির্বাচনে আর্থিক কুরবানীর ব্যাপক প্রয়োজন হবে এজন্য আগে থেকে আমাদের সতর্ক হতে হবে।

‎ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তিনি বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশী বিদেশী নানা চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে আগামী নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ভয় দেখিয়ে কোন লাভ নেই, আল্লাহ আমাদের সাথেই আছেন, বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। এ জমিনে ইসলাম কায়েম হতে আর বেশী দেরি নাই।  সবাইকে সম্মিলিত সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে।

‎পাবনা জেলা জামাতের আমির ও পাবনা -৪( ঈশ্বরদী- আটঘরিয়া )আসনে জামায়াত মনোনীত  এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,  বগুড়া  অঞ্চলের টিম সদস্য মাওলানা  আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত পাবনা-৫ (জেলা সদর) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত  পাবনা-১ ( সাঁথিয়া-  বেড়ার আংশিক) আসনে এমপি প্রার্থী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সুজানগর উপজেলা জামায়াতের আমির ও  পাবনা-২ ( সুজানগর -বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন প্রমুখ। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত পাবনা-৩ (চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর ) আসনে এমপি প্রার্থী   অধ্যাপক আলী আছগর।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.