কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে,তাহলে প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দেয়া হবে।এতে করে সবার মাঝে সচ্ছলতা ফিরে থাকবে। কেউ আর অসহায় থাকবে না।"
শনিবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে জাতীয়তাবাদী মহিলা দলের কালকিনি উপজেলা ও পৌর শাখার সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,"তারেক রহমান ৩১ দফায় মা বোনদের সবচেয়ে গুরুত্ব দিয়েছেন।আগামীতে মহিলাদের আরো সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতিও বিএনপির সুদৃষ্টি থাকবে।"
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী সহ বিএনপি'র অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ'রা।