× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুনামগঞ্জে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন

আফতাব উদ্দীন সুনামগঞ্জ।

২৩ আগস্ট ২০২৫, ২০:১৯ পিএম

সুনামগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় সকাল সাড়ে ১১টায়। গত ১০ থেকে ১২ আগস্ট জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৪৪১ জন প্রার্থীর মধ্যে ৪৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।


লিখিত পরীক্ষার পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব তোফায়েল আহাম্মেদ। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও কঠোর পর্যবেক্ষণে পরীক্ষার কার্যক্রম সুশৃঙ্খল, স্বচ্ছ ও পেশাদারিত্বের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এআইজি, হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা) এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা) সুমন আহমেদ শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট জেলা) মো. শাহ আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকার। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পুলিশের মর্যাদা, স্বচ্ছতা ও গৌরব অটুট রাখতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য, দক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক কনস্টেবল নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীরা আগামী দিনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.