× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ‎চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা গ্রামবাসীর ভোগান্তি

‎চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।

২৩ আগস্ট ২০২৫, ২০:২৪ পিএম

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামটি সবচেয়ে অবহেলিত। গত ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে একেবারে পিছিয়ে রয়েছে গ্রামটিতে। সামান্য বৃষ্টি হলেই জমে হাঁটু সমান কাঁদা পানি। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসী।

‎শনিবার (২৩ আগষ্ট) সরেজমিনে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে গিয়ে দেখা গেছে, দৌলতপুর চার্চ অব বাংলাদেশ কলোনীর বেরিবাঁধ থেকে পশ্চিমে মালেক হাওলাদার বাড়ি পর্যন্ত প্রায় ১২শ ফুট এবং দক্ষিণে বেড়িবাঁধ থেকে উত্তরে জলিল মেম্বার বাড়ির সংলগ্ন পাকা সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা। বর্তমানে বৃষ্টির কারণে রাস্তাটিগুলোতে কাঁদা পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে চার্চ অব বাংলাদেশ কলোনিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানকার বাসিন্দাদের চলাচলের বিকল্প কোনো পথের ব্যবস্থা না থাকায় নিয়মিত হাঁটু সমান কাদা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

‎দৌলতপুর চার্চ অব বাংলাদেশ কলোনির বাসিন্দা মো.বেলায়েত মাঝি বলেন, গত ১৭ বছর চরফ্যাশনের সব জায়গায় উন্নয়ন হলেও আমাদের এই দৌলতপুর গ্রামে কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। বছরের ৬ মাস বর্ষা মৌসুমে আমরা পানিবন্দি থাকি। সকলের ঘরের সামনে এবং  রাস্তাঘাট, উঠান পানিতে নিমজ্জিত থাকে। আমাদের দুঃখ বোঝার মতো নাই কেউ।

‎কলোনীর বাসিন্দা মৃত নসু মাঝির স্ত্রী কহিনুর বেগম বলেন, আমাদের ভোগান্তির কথা বলে বোঝানো যাবে না, নিজ চোখে দেখতে হবে। ঘর থেকে বেড় হলেই পানিতে পা দিতে হয়। রাস্তায় হাঁটু সমান কাঁদা পানি তা মাড়িয়ে নিয়মিত চলাচল করতে হয়। জনপ্রতিনিধিদের কাছে আবেদন করে কোনো ফল হয় না। অন্তবর্তীন সরকারের কাছে দাবী আমাদের রাস্তাটি অথবা পানি নিরসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবী জানাচ্ছি।

‎কলোনীর বাসিন্দা মো.কামাল হোসেন বলেন, সামন্য বৃষ্টি হলেই মানুষের ঘরবাড়ি ও চলাচলের রাস্তাঘাট ডুবে যায়। নিয়মিত হাঁটু পানি পেরিয়ে চলাচল করতে হয়। ছেলে মেয়েদের স্কুলে আসা যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দেশে নির্বাচন এলে এই সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হবার পর চেয়ারম্যান-মেম্বাররা আর কোন খোঁজ নেয় না।

‎চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন বলেন, এ বিষয়ে আপনার মাধ্যমে অবগত হলাম। গ্রামবাসী লিখিত অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.