বরগুনার মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ! জেলার ন্যায্য অধিকার কেড়ে নিয়ে তিনটি আসন থেকে দুটি আসনে রূপান্তর করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ বিকেল ৫টায় তালতলী বাজার সড়কে বিরাট মানববন্ধনে জনতার ঢল নামে।
মানুষজন গর্জে ওঠেন বরগুনার অধিকার ফেরত দাও, অন্যায় সিদ্ধান্ত মানি না! তাদের অভিযোগ, ২০০৮ সালে তৎকালীন ১/১১ সরকারের ছত্রছায়ায় নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে বরগুনার তিনটি আসন ভেঙে দুটি আসনে নামিয়ে আনে, যাতে উন্নয়ন থমকে যায় এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে পৌঁছাতে না পারে।
তালতলী উপজেলা শ্রমিক দলের সি.সহ সভাপতি আমিনুল ইসলাম আমির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সি.যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাহ আলম হাওলাদার, মোঃ হানিফ ফকির ,সোনাকাটা ইউনিয়ন বিএনপির মহিউদ্দিন খান কাজল। তালতলী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ হাইরাজ মাঝি, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা অঞ্চলের মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, ১২ লাখ ৫০ হাজার মানুষের জেলার জন্য দুইটি আসন কোনভাবেই ন্যায্য নয়। আমাদের উন্নয়ন ও মর্যাদাকে পায়ের তলায় ফেলে রাখা হয়েছে বছরের পর বছর। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে যদি ন্যায্য সিদ্ধান্ত না আসে, তবে এই আন্দোলন আরও বেগবান হবে।বরগুনার জনগণ আজ এক সুরে দাবি তুলেছেন: আমাদের অধিকার ফিরিয়ে দাও বরগুনার তিনটি আসন অবিলম্বে পুনর্বহাল করো!