আগামী ২৭ আগস্ট ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জে আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নগদ চল্লিশ হাজার পাঁচ শত টাকার প্রাইজমানি এবং অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় লন্ডনের বিভাগীয় প্রধান ও ড্যান্ডি ফাউন্ডেশন (নারায়ণগঞ্জ) এর সভাপতি প্রফেসর ড. আলিয়ার হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মঈন ফিরোজী।
উল্লেখ্য এ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে মোট ২০টি পুরস্কার। শহরের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জ ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের ২৫ আগস্টের মধ্যে ফিদে আরবিটার মোহাম্মদ শামীমের [01724921164] সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।