ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা শাখার আয়োজনে সালথা বাইপাস সংলগ্ন উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন ও জেলা অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ।
গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি ফারুক ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুনার রশিদ, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. তুহিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ শেখ, বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মতিউর রহমান মুন্না, নগরকান্দা উপজেলা আহ্বায়ক মো. ফরহাদ মোল্লা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সালথা উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক তামিম হোসেন, অর্থ সম্পাদক সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, গট্টি ইউনিয়ন সদস্য সচিব সুমন শেখ, মাঝারদিয়া ইউনিয়ন সদস্য সচিব আল আমিন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সভায় বক্তারা গণঅধিকার পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং সংগঠনের ঐক্য ও আদর্শ রক্ষায় সকলকে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।