কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, যারা এই বাংলাদেশটাকে স্বাধীন করতে যায় নাই, সেই সমস্ত যুদ্ধাপরাধীদের অনেক সংগঠন আছে ওদের একটি শুধু দল আছে। যারা বাংলাদেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করবার জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। তিনি শনিবার (২৩ আগস্ট) বিকেলে নতুন বাসস্ট্যান্ড প্লানেট কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি মো. কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসকল বলেন।
তিনি আরো বলেন, তারা কখনো কখনো গণভোটের কথা বলে, কখনো কখনো স্থানীয় নির্বাচনের কথা বলে, আর কখনো কখনো রাষ্ট্রপতিকে সরানোরও কথা বলে, আবার কখনো কখনো মুক্তিযুদ্ধের শক্তির মধ্যে দিয়ে যে শক্তি অর্জিত হয়েছে সেই শক্তিকে উপরে ফেলার চেষ্টা করে। অর্থাৎ এই সমস্ত কিছু বলে তারা বাংলাদেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করতে চায়।
হেলেন জেরিন আরো বলেন, আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই। গোটা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছেন। তারা দীর্ঘ ১৭ বছর যে এদেশের মালিক, তারা তাদের মালিকানা ফিরিয়ে চায়। একারণে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে নিরপক্ষ সরকার দেখতে চায়। এদেশে এখনো অনেক ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে নস্যাৎ করার জন্য।
আমরা ইতিমধ্যে একটা জায়গায় নিশ্চিত হতে পেরেছি, আমাদের প্রধান উপদেষ্টা দৃঢ়প্রতিজ্ঞ যে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ একটি মডেল নির্বাচন দিতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা মাদারীপুরবাসিসহ সারা বাংলাদেশের সবাই যদি ঐক্যবদ্ধ থাকি। তাহলেই ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অবাক সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মাদারীপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, বিএনপির সদস্য কে এম তোফাজ্জল হোসেন সান্টু, সরকারি কলেজে সাবেক ভিপি ছরোয়ার হোসেন, জেলা মহিলাদলের সভাপতি তানিয়া ইসলাম লাইজু সহ অন্যরা।