ছবি: সংবাদ সারাবেলা।
ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠন ও নির্বাচনের দাবিতে গণসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এসময় ছাত্র সংসদ আমার অধিকার, দিতে হবে দিতে হবে’, অতি দ্রুত ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা করতে হবে’, অবিলম্বে ছাত্র সংসদ দিতে হবে’, দচল চল চল উর্ধ্বে গগণে বাজে মাদল, ছাত্র সংসদ হোক মুক্তির সম্বল’, দতুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ,ছাত্র সংসদ করতে কেন এত অজুহাত’, দগণতন্ত্রের প্রথম ধারা,ছাত্র সংসদ সবার সাড়া’, দছাত্রের অধিকার সংসদ হবে এবার’ ইত্যাদি প্লেকার্ড ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেছেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী মঙ্গলবার শিক্ষার্থীদের সাথে বসে গঠনতন্ত্র বিষয়ে আলোচনা এবং ইউজিসির সাথে কথা বলে রবিবার এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ছাত্র সংসদ গঠনে নীতিগতভাবে একমত। তবে এটি কার্যকর করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ও মন্ত্রনালয়ের অনুমোদন প্রয়োজন। আমরা সে প্রক্রিয়ার মধ্যে আছি। এবিষয়ে একটা কমিটিও করে দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে একটা খসড়া তৈরির চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ‘ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়েছে। আমাদের অঙ্গীকার দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক ও কার্যকর ছাত্র সংসদ গঠন।’
ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদ কবির বলেন, ‘এক বছর পার হলেও এখনো সুষ্ঠু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় ছাত্র সংসদ গঠিত হয়নি। আমরা প্রশাসনের কাছে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।’
আইন ও বিচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জেনাস ভৌমিক বলেন, ‘ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক অরাজকতার শিকার হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ অপরিহার্য।’
ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি আদায়ের শক্তিশালী মাধ্যম। দ্রুত রোডম্যাপ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা অনশনে যাবো।’
গণসমাবেশে কর্মসূচি ও প্রতীকী অবস্থানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতী বেগম বলেন, দজুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নয়টি দফার মধ্যে একটি দফা ছিল ছাত্র সংসদ। ফ্যাসিবাদের সময়ে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ফলে ভোগান্তির শিকার হত শিক্ষার্থীরা। হল গুলোতে মানহীন খাবার,লাইব্রেরিতে বই সংকট, ব্যাথার দানে ঔষধ সংকট, অনুন্নত রিচার্স এই সবগুলো সমস্যার জন্য হলেও ছাত্র সংসদ নির্বাচন জরুরি।’
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস বলেন, দশেখ হাসিনা যেমন নির্বাচন ব্যতীত স্বৈরাচার হয়ে উঠেছিল,আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না হলে এখন যে সংগঠনগুলো আছে তারাও স্বৈরাচার হয়ে উঠবে, তারাও ছাত্রলীগ হয়ে উঠবে,তারাও সিট বাণিজ্য করবে,আমরা এসব চাইনা। আমরা চাই নজরুলের বুকে ছাত্র সংসদ নেমে আসুক।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh