× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

`গা ছমছম রাজবাড়ি' বইটি রাঙ্গুনিয়ার ইতিহাস-সংস্কৃতির নতুন আখ্যান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৫, ১৩:১৮ পিএম । আপডেটঃ ২৫ আগস্ট ২০২৫, ১৩:৩৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ইতিহাস, রহস্য ও সংস্কৃতিকে একত্রিত করেছে “গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য” বইটি। এটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি রাঙ্গুনিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেখক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব-এর নতুন বই এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার(২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার। 

আলোচক ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, ছড়াকার ও শিশু সাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া, কবি ও সাংবাদিক আল রাহমান, পল্লীবিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়সাল হোসেন, বইয়ের প্রচ্ছদ শিল্পী, ছড়াকার ও কথাসাহিত্যিক আকাশ আহমেদ, লেখক কথা সাহিত্যিক সৈয়দ মনজুর মোরশেদ রানা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান, শিক্ষক মো. আবু সায়েম, রহিম উদ্দিন সিকদার, শহীদুল্লাহ কায়সার, প্রকাশক রুনু আহমেদ, সাইফুল্লাহ সরোয়ার, ইকবাল আহমেদ, হাফেজ মুহাম্মদ বেলাল প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক এম মোরশেদ আলম ও সুবর্ণা বড়ুয়া। 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার শিল্পী ফুলকি বড়ুয়া এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অপ্সরী বড়ুয়া ফ্লোরা। আবৃত্তি পরিবেশন করেন নাজাত হোসাইন মেহরিন ও আফতাবী হোসাইন মুসকান। বইটি প্রকাশ করেছে নোটন প্রকাশন। কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক আকাশ আহমেদের প্রচ্ছদে প্রকাশিত এই গ্রন্থে রাঙ্গুনিয়ার ইতিহাস, রহস্যময় গুহা, রাজবাড়ি, লোককথা ও সংস্কৃতির ভিন্নমাত্রিক আখ্যান ফুটে উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.