× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র উদ্ধার

শাহাদাত হোসেন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

২৫ আগস্ট ২০২৫, ১৩:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একরামুল হক মান্নান ওরফে মনার বশত ঘর থেকে বিপুল পরিমান দেশী অস্ত্র উদ্ধার করেছে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী তার ঘর তল্লাশী করে এইসব দেশীয় অস্ত্র উদ্ধার করে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী একরামুল হক মান্নান ওরফে মনার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের নুর হাফেজ বাড়ীর বশত ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ অবস্থানরত  সেনাবাহিনী।

গত শুক্রবার রাতে একই বাড়ীর নজরুল ইসলাম নিজের ফেইসবুক পেইজে লাইভে এসে  তার ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় মনা লোকজন বলেন। 

নজরুল ইসলাম আবারও অভিযোগ গত রোববার দুপুরে মনা তার কিশোর পুত্র ইফাত ও শাহাদাত এসে আমাকে ও আমার  মা বোনকে হত্যার হুমকি দেয়, অতঃপর আমি সেনাবাহিনীকে অভিহিত করি, তাৎক্ষণিক সেনাবাহিনী ঘটনাস্থলে আসে আসার আগে হুমকিদাতার লোকজন পালিয়ে যায়। 

নজরুল আরও বলেন,সন্ধ্যার পর মনা ও তার সন্ত্রাসী বাহিনী আবারও আমাদের ঘরের সামনে এসে হুমকি-ধমকি দিয়ে বলে সেনাবাহিনী ও পুলিশ আমাদেরকে কিছুই করতে পারবে না, তোদের ঘর আমরা জালিয়ে দিব।আমিও আমার পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং তাদের ভয়ে আত্নগোপনে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.