ঢাকায় অনুষ্ঠিত নবম সিতোরিউ কারাতে-ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে ফেনী ড্রাগন কারাতে একাডেমি সাফল্য অর্জন করেছে।
গত ২২ ও ২৩ আগস্ট ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে খেলায় অংশগ্রহণ করেন ফেনী ড্রাগন কারাতে এসোসিয়েশন এর ছয়জন কারাতেকা।
তারা হচ্ছে- তাসনিম,নুসাইবা,জেসি,গালিব,জেমি ও তামিম ভূঁইয়া।
তারা সবাই দুইটি করে ইভেন্টে কাতা ( সেডো ফাইট ) ও কুমিতে ( ফাইট ) খেলে ৮ টি মেডেল অর্জন করেন। তাসনিম- কাতায় ব্রোঞ্জ কুমিতে গোল্ড, নুসাইবা- কাতায় গোল্ড কুমিতে ব্রোঞ্জ, গালিব- কাতায় সিলভার কুমিতে ব্রোঞ্জ, তামিম ভূঁইয়া- কুমিতে সিলভার, জেসি- কুমিতে সিলভার পদক অর্জন করেন।
তাদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন ফেনী ড্রাগন কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ইমন উল হক, প্রশিক্ষক এস ইসলাম শুভ, ওমর ফারুক মামুন,স্থানীয় প্রশিক্ষক নুর উল্যাহ মাহফুজ।
উল্লেখ্য যে, উক্ত চ্যাম্পিয়নশিপে সারাদেশ থেকে ৮ থেকে ১৮ বছরের ৯৯৩ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করেন।