বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন হাফেজ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাকিল রানা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহ-সভাপতি হয়েছেন আরিয়ান রহমান রবিন, উজ্জ্বল হোসেন, আসাদুল ইসলাম ও উজ্জ্বল মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম রাজু, আশরাফুল ইসলাম খোকন, মাসুদ রানা, আনিস বিশ্বাস, চঞ্চল প্রধান ও শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মজাহারুল ইসলাম নাঈম।
এ ছাড়া দপ্তর সম্পাদক রজ্জব আলী, অর্থ সম্পাদক সাকিব রাজ, প্রচার সম্পাদক রবিন আহমেদ, ক্রীড়া সম্পাদক শামীমুল ইসলাম, ধর্মীয় ও সম্প্রীতি সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক হাফিজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শফিকুল ইসলাম, আল-আমিন, শাহাদাত হোসেন রাজিব ও সোহেল রানা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।