ছবি: সংবাদ সারাবেলা।
সাতক্ষীরা শহর এখন যানজটের শহর প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে শহরবাসীর। গত সোমবার শহর ব্যাপী তীব্র যানজট লক্ষ্য করা যায়।
জেলা সদরের নিউমার্কেট মোড় এলাকা, শহরের বিভিন্ন পয়েন্টে, খুলনা রোড মোড় এলাকায় তীব্র যানজট দেখা যায়। এছাড়া শহরের সড়ক ইটাগাছা হাটের মোড়, শহরের তুফান কোম্পানির মোড়, রাধানগর কেষ্ট ময়রা ব্রিজ এলাকায়, ডে নাইট কলেজ মোড়, নাবরুণ স্কুল মোড়, শহরের পাকাপোল ব্রিজ, শহরে নাজমুল সরণী সড়কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, পলাশপোল স্কুলের সামনে, জজ কোর্ট এলাকায়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকায় তীব্র যানজটের কবলে শহরবাসী নাকাল।
এতে প্রতিনিয়ত সড়কে অ্যাম্বুলেন্স,ফায়ার সার্ভিস ও জরুরি পরিবহন স্কুল, কলেজ মাদরাসা গামী শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। এছাড়া শহরের অধিকাংশ ফুটপাত গুলো কিছু অসাধু ব্যবসায়ীরা দখল করে রাখার কারণে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে।
যানজট নিরসনে ইতিপূর্বে জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক দিনের বেলায় পণ্যবাহী ট্রাক শহরের অভ্যন্তরে প্রবেশ করবে না। উক্ত পরিবহন গুলো সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে বাইপাস ও বিনেরপোতা বাইপাস রাস্তা দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা এগুলো নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না।
এছাড়া শহরের সড়কগুলো অধিকাংশই বেহালদশা, শহরে বিভিন্ন অবৈধ যানবাহনের আনাগোনা, সাতক্ষীরা পৌরসভার অনুমোদিত ইজিবাইক ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, আলম সাধু, নসিমন, ভটভটি, সকাল থেকে রাত অবধি শহরে বিভিন্ন পয়েন্ট ভিড় জমাচ্ছে। এ কারণে তীব্র যানজটের কবলে পড়ছে বলে মনে করেন, শহরবাসী ও সচেতন মহল।
সাতক্ষীরা পৌরসভার সচেতন নাগরিক জি এম মাহবুব, ফরিদ হোসাইন সহ আরও অনেকে বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান শহরে প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এগুলোকে শহরে প্রবেশ করার আগেই শহরের বিভিন্ন পয়েন্ট থেকে নিয়ন্ত্রণ করা গেলে যানজট থেকে মুক্তি পাবে শহরবাসী। এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সচেতন মহল বলছেন, সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলো খারাপ হওয়ার কারণে এই যানজট। ভ্যান ইজিবাইক যত দিন যাচ্ছে বেশি শহরে প্রবেশ করছে। এইজন্য যানজট আরো বেশি হচ্ছে। শহরের রাস্তা বড় করার বিকল্প কিছু নেই। শহরে রাস্তা আরো প্রসস্থ করতেই হবে। রাস্তার দুই পাশে অথবা এক পাশে স্থাপনা ভেঙে রাস্তা প্রশস্থ করতে হবে। শহরবাসীর নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে এবং যানজট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন বলেন, অল্প সংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে সাতক্ষীরা জেলা শহরের যানজট নিরাসনে হিমশিম খেতে হচ্ছে। ছোট রাস্তা এবং যানবহনের বাড়তি চাপ থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা যানজট কমাতে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর সাতক্ষীরার সহকারী পরিচালক (ইঞ্জি:) কে. এম. মাহবুব কবির বলেন, আমাদের এনফোর্সমেন্ট টিম না থাকায় জেলা প্রশাসনের সহযোগীতায় অভিযান করতে হয়। অবৈধ যান বন্ধে আমাদের নিয়মিত অভিযান চালু রয়েছে। তবুও যানজট নিরসন হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh