× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

২৫ আগস্ট ২০২৫, ১৭:৪৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন মিয়া (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।

জানা গেছে, নিহত যুবক মিলনের বিবাহের পর থেকে ছেলের বউ সানজিদার সাথে শাশুড়ি মঞ্জু বেগমের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে ছেলে মিলন মিয়া তাহার মায়ের সাথে খারাপ আচরণ করে। খারাপ আচরণের কারণে ২৪ আগস্ট রাতে মিলনের মা মঞ্জু বেগমের সাথে মিলনের আত্মীয়-স্বজন পারিবারিক বৈঠকের মাধ্যমে চর থাপ্পড় দিয়ে মিলনের মায়ের সাথে আপোষ মীমাংসা করে দেয়। রাতের খাওয়া-দাওয়া শেষে মিলন তার শোয়ার ঘরে যায়। রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে রশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হকসহ পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.