রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) সকাল ১১টা গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে নারী সমাজকে এগিয়ে আসতে হবে। জনসমৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারীর অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাপ্তাই তথ্য অফিসার, দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষক অফিসার,তাজুরুল ইসলাম, শফিক পুরে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, আশরাফ হোসেন, ইউপি সদস্য,সালমা আক্তার,ও গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।