× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ১৪৫ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর

২৫ আগস্ট ২০২৫, ১৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ইয়াবাসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক মাহমুদ’কে  ১৪৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।  রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় এলাকার চারআলী বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আশিক মাহমুদ কালাকুমা বৈশাখী বাজার এলাকার ফারুক মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চারআলী বাজারে চান মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে আশিক মাহমুদ (২৫) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সক্রিয় সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত আশিক মাহমুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকসহ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.