× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেলে যাওয়া ৩ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যান চালক

মো. সেলিম মিয়া, ফুলবাড়িয়া

২৫ আগস্ট ২০২৫, ১৯:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ভ্যান চালিয়ে সংসার চালান আঃ খালেক। অভাব থাকলেও কখনো লোভ পেয়ে বসেনি তাকে। অতি কষ্টে সংসার চালালেও সর্বদাই সৎ থেকেছেন তিনি। আব্দুল খালেক গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কের মাথায় পড়ে থাকা টাকার বান্ডেলগুলি কুড়িয়ে পায়। ১৭ দিন পরে প্রকৃত মালিককে খুঁজে  হারিয়ে যাওয়া টাকা ফেরত দিলেন। 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্বার্শবর্তী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়ৎে

ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কে ২ লাখ ৮০ হাজার হারিয়ে ফেলেন। এটি গত ৭ আগস্ট এ ঘটনা ঘটে।

টাকার সন্ধানে বিষয়টি নিয়ে ওই এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন সিরাজুল ইসলাম।দীর্ঘক্ষণ খোঁজা খোঁজি করেও টাকার কোন হদিস না পেয়ে বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরেন তিনি।

এদিকে ওইদিনই গারোবাজার এলাকার ভ্যান চালক আব্দুল খালেক গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কের মাথায় পড়ে থাকা টাকার বান্ডেলগুলি কুড়িয়ে পায়। টাকার মালিককে খুঁজে না পাওয়ায় তার কাছেই টাকাগুলো গচ্ছিত রেখে দেয় ওই ভ্যান চালক। পরে লোকমুখে মালিকের সন্ধান পেয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়ি এসে টাকাগুলো ফেরৎ দেন তিনি। ১৭ দিন পরে রোববার রাতে সেই হারানো টাকা ফেরত পেয়ে খুশিতে আত্নহারা হয়ে ওঠে ইউপি সদস্য সিরাজুল ইসলাম। পরে তিনি খুশিতে ওই ভ্যান চালককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করেন।

ভ্যান চালক আব্দুল খালেক বলেন, টাকার প্রকৃত মালিককে টাকাগুলো ফিরিয়ে দিতে পারায় খুবই আনন্দ পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, টাকাগুলো পাওয়ার আশা ছেড়েই দিয়ছিলাম। ভ্যানওয়ালা আমাকে খুঁজে বের করে বাড়িতে টাকা নিয়ে আসেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.