কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে বিশ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ। তবে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পিক আপ চালক। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ জেলার ব্রাহ্মনপাড় থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে মো. সুজন (২০) নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-৭৮২৭) মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। এ সময় তল্লাশি করে পিক আপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে বিশ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালকক সুজনকে আটক করা হয়েছে। পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।