× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

মো. তপন সরকার, হোমনা

২৫ আগস্ট ২০২৫, ১৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে বিশ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ। তবে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পিক আপ চালক। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ জেলার ব্রাহ্মনপাড় থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে মো. সুজন (২০) নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-৭৮২৭) মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। এ সময় তল্লাশি করে পিক আপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে বিশ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালকক সুজনকে আটক করা হয়েছে। পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.