চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্থানীয় জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ বটতলায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের আওতায় খাস, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, সরকার প্রতিবছর জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে দেশি প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং জলাশয়গুলোকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করা। আমরা চাই, অবমুক্ত করা মাছগুলো রক্ষা পেয়ে বড় হয়ে উঠুক এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করুক। এজন্য স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
এ সময় তিনি আরও বলেন, মৎস্য খাত আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রাকৃতিক জলাশয়ে মাছ রক্ষার পাশাপাশি পোনা অবমুক্তকরণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। এ কর্মসূচি অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে মৎস্য চাহিদা পূরণসহ জাতীয় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহম্মেদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়া ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপজেলার নির্বাচিত ৭টি জলাশয়ে কার্প জাতীয় ও দেশি প্রজাতির বিভিন্ন ধরনের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে এসব জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণ উপকৃত হবে।