× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই : তারিকুল

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

২৫ আগস্ট ২০২৫, ২০:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‎বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন নেই এবং আগামী জাতীয় নির্বাচনে ফেনীর কোনো আসন থেকে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক।

‎সোমবার (২৫ আগস্ট) রাজধানীর পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

‎তারিকুল বলেন, ‘আজকে সবার সামনে স্পষ্টভাবে ঘোষণা করছি, আমি এই মুহূর্তে কোনো আসনের প্রার্থী নই। বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই। আমার কাছে রাজনীতি মানে ক্ষমতার লোভ নয়, বরং মানুষের অধিকার, দুঃখ-কষ্ট এবং দাবিগুলো তুলে ধরা। আমার পাশে যারা শুভাকাঙ্ক্ষী কর্মী আছেন, তাদের কষ্ট-দুর্দশার কথা বলাই আমার রাজনীতি।’

‎তিনি বলেন, ‘হ্যাঁ, ফেনীর দুই আসনের দিকে আমার বিশেষ নজর ছিল। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ফেনী-২ আসনে আমি কোনো নির্বাচন করবো না। এই আসনে মানুষের রায়, অভিজ্ঞতা ও ইতিহাস রয়েছে। এখন সময় এসেছে রাজনীতির চর্চা পাল্টানোর। এখানে আমার প্রবীণ রাজনৈতিক নেতারা যদি প্রার্থী হন, আমি প্রতিদ্বন্দ্বিতা নয়—সহযোগিতা করবো। কারণ ফেনীকে এগিয়ে নিতে আমাদের সবার ঐক্য দরকার।’

‎তারেক আরও বলেন, ‘অতীতে আমি ফেনী-১ আসনে ২০১৮ সালে সংসদ নির্বাচন করেছি, ২০১৪ সালে ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম, ঢাকায়ও সংসদ নির্বাচন করেছি। ২০২১ সালে ফেনীতে মেয়র নির্বাচনে অংশ নিয়েছি। আমার মনে হয়, আল্লাহপাক আমাকে যথেষ্ট দিয়েছেন, সম্মানও দিয়েছেন। এখন আমার একমাত্র লক্ষ্য মানুষের জন্য কাজ করা। আমি এমপি বা মন্ত্রী না হলেও মানুষের কল্যাণে কাজ করার তৃপ্তি সবচেয়ে বড় পাওয়া।

‎তিনি বলেন, দীর্ঘদিন হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। একের পর এক গ্রেপ্তার, জুলুম, নির্যাতন সহ্য করেছি। আমাকে বারবার স্তব্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু আমি ভেঙে পড়িনি। আজ যারা একসময় দুঃসময়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, ৫ আগস্টের পর তারা অনেকেই কোণঠাসা। এটাই প্রমাণ করে দেশের রাজনীতি কতটা অন্ধকার দিকে ধাবিত হয়েছে।

‎তারেক আরও বলেন, জনতার অধিকার পার্টি (পিআরপি)-এর সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যেই অগ্রসর হচ্ছে। ধীরে ধীরে আমরা গতিশীল হচ্ছি। আমি বিশ্বাস করি—আগামী দিনে আমরা এ অঙ্গীকারের সুফল ভোগ করবো।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.