কুড়িগ্রামের ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল দশটায় উপজেলার ছয় ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে একযোগে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। খাদ্য অধিদপ্তরের এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ হাজার ৭১৮ টি হতদরিদ্র পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সূত্রে জানা গেছে, উপজেলার ১১হাজার ৭১৮ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য ৩৫১ দশমিক ৫৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার ৬ ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ২৩ জন ডিলারের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, কর্মসূচির উপকারভোগীদের মাঝে সুষ্ঠু পরিবেশে চাল বিতরণ করা হচ্ছে। সকাল দশটায় উপজেলার খামারের বাজার পয়েন্টে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক, ডিলার মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল দশটার দিকে অন্যান্য পয়েন্টে অনুমোদিত ডিলারগণ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সোমবার সকাল ১০ টা থেকে কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়েছে। প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার বিতরণ কার্যক্রম তাদারকি করছেন। বুধবারের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ডিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে।