জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়াম সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু হয়েছিল গত ফেব্রুয়ারিতে। ছয় মাস পেরিয়ে গেলেও প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হয়নি। কাজের ধীরগতিতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, অডিটোরিয়ামে মাত্র পাঁচজন শ্রমিক কাজ করছেন। সংশ্লিষ্টদের দাবি, যথাযথ নির্দেশনা ও দ্রুত সিদ্ধান্ত নিলে দুই মাসের মধ্যেই কাজ শেষ করা সম্ভব। কিন্তু প্রশাসনিক জটিলতা কাজের অগ্রগতিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কেন্দ্রীয় অডিটোরিয়াম সংস্কার ও নতুন টয়লেট নির্মাণে ২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়।
তবে অর্থ ছাড়, বিল অফ কোয়ান্টিটি (বিওকিউ) অনুমোদন এবং সিটি করপোরেশনের সংশোধিত ওয়ার্ক অর্ডার জারি না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানও ধীরগতির জন্য প্রশাসনিক জটিলতাকেই দায়ী করছে।
অডিটোরিয়াম সংস্কার অসম্পূর্ণ থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনকে অনুষ্ঠান স্থগিত করতে হচ্ছে। বিকল্প হিসেবে ছোট কনফারেন্স রুম ব্যবহার করতে গিয়ে ভিড় ও ভোগান্তির শিকার হচ্ছেন অংশগ্রহণকারীরা।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘অডিটোরিয়াম সংস্কারে ধীরগতির মূল কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা। প্রশাসন দায় এড়িয়ে চলছে। অথচ শিক্ষার্থীরাই এর ভুক্তভোগী। অনুষ্ঠান আয়োজন করতে গেলে জায়গার সংকটে পড়তে হয়, অনেক প্রোগ্রাম বাতিলও করতে হয়। প্রশাসনের গাফিলতির কারণেই শিক্ষার্থীরা আজ এই ভোগান্তিতে।’
দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম দীর্ঘদিন ধরে সংস্কারের নামে অচল হয়ে আছে। মূলত প্রশাসনিক অবহেলা এবং জবাবদিহিতা না থাকার কারনে ধীরগতিতে সংস্কার কাজ চলতেছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে অডিটোরিয়াম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি বলেন, ‘কাজের অগ্রগতির জন্য ইতিমধ্যে আমরা দুইবার চিঠি পাঠিয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারবে বলে জানিয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, ‘এই কাজের দায়িত্ব সিটি করপোরেশনের, যার নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তবে আমরা চাই এর আগেই শেষ হোক। এজন্য ত্রিপক্ষীয় বৈঠকে আমরা জানিয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাত্র একটি অডিটোরিয়াম আছে, তাই ১৫ অক্টোবরের মধ্যেই সংস্কারকাজ শেষ করতে হবে। যদিও তারা জানিয়েছে, পুরো অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে।’