ফেনীর দাগনভূঞায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে শতাধিক শিক্ষার্থীধের মাঝে বৃক্ষরোপণ অভিযান ও বিনামূল্যে চারা বিতরন অনুষ্ঠান সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।
সবুজ হোক ধরণী, সুন্দর হোক আগামী, গাছ লাগাই স্বপ্ন সাজাই স্লোগানকে ধারন করে উপজেলার পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ খিজির আহমেদ পলাশ, পশ্চিম রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা, ডা: মতিউর রহমান রুবেল, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সাবেক সভাপতি গোলাম সরওয়ার, জেলা শিক্ষক সমিতির সদস্য ও সোসাইটির প্রকাশনা সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন লিংকন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. শফিক উল্যাহ, দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, ফেনী সংবাদ দাগনভূঞা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন মিনহাজুল আবেদীন, গীতা পাঠ করেন আয়ুস্মিতা দাস।
শেষে অতিথিবৃন্দ অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা তুলে দেন এবং বিদ্যালয় আঙিনায় চারা রোপন করে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান কর্মসূচি উদ্বোধন করেন।