বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীকে ঘিরে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে।
তারা জানান, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বিকল্প নেতৃত্ব নেই। তাই একটি চক্র গুপ্তভাবে বিভিন্ন ফেসবুক পেজ ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এর আগে “সীতাকুণ্ড নিউজ ২৪” নামক একটি পেজ থেকে একাধিকবার বিভ্রান্তিকর পোস্ট করা হয়। সর্বশেষ গত রবিবার রাতে ওই পেজে ‘সীতাকুণ্ড হাফিজ জুট মিল থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে দৈনিক ১৫/২০ ট্রাক লোহা ও যন্ত্রপাতি লুট’ শিরোনামে ভুয়া সংবাদ প্রচার করা হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, ‘জনপ্রিয় নেতা আসলাম চৌধুরীকে টার্গেট করে ভুয়া তথ্য প্রচার দুঃখজনক। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।’
অন্যদিকে পৌরসভা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী বলেন, “আসলাম ভাইয়ের মতো একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার দ্রুত বন্ধ হওয়া জরুরি।”
এ বিষয়ে আসলাম চৌধুরী নিজেও তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সীতাকুণ্ড নিউজ ২৪’ নামক একটি গুপ্ত পেজ থেকে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট লেখা প্রচার করে মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। হাফিজ জুট মিল থেকে লোহা লুটের যে গল্প বানানো হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
তিনি আরও বলেন, ‘এই গুপ্ত পেজ থেকে এর আগেও আমাদের দলের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা লেখা ছড়ানো হয়েছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি শিগগিরই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’