জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা চাই জকসু প্রয়োজনে পরশুদিন আয়োজিত হোক। তবে তার আগে আগামীকাল ছাত্রলীগের বিচার নিশ্চিত করা হোক।’
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ বক্তব্য দেন।
দাবিগুলো হলো: মন্ত্রণালয়ের আশ্বাস মোতাবেক শিক্ষার্থীদের জন্য ৭০% আবাসন ভাতা প্রদান বাস্তবায়ন করা, ফ্যাসিস্ট ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী, শিক্ষক-কর্মকর্তাদের বিচারের আওতায় আনা এবং দ্রুত জকসুর নীতিমালা প্রনয়নসহ সকল কর্যক্রম শেষ করা।
হিমেল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জকসু নির্বাচনের বিপক্ষে নয়। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গনহত্যাকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এখনো আছে, যে বিশ্ববিদ্যালয়ের জকসুর নির্বাচনে ভোটার হবে ছাত্রলীগের হামলাকারীরা সেই নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণে হতে পারেনা।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি কিছু কিছু লোক আবাসন ভাতার বিষয়টি পিছনে রেখে ভিন্ন উদ্দেশ্যে জকসু নির্বাচনকে সামনে আনতে চাচ্ছে। আমরা বলতে চাই, ছাত্রদল জকসু নির্বাচন চায়, তবে তার আগে আমাদের মধ্যবিত্ত যে শিক্ষার্থী খেতে পায়না, ঠিকভাবে তার খরচ চালাতে কষ্ট হয় তার জন্য আবাসন ভাতা নিশ্চিত হোক।’
ছাত্রদল আহ্বায়ক বলেন, ‘আমরা চাই জকসু প্রয়োজনে পরশুদিন আয়োজিত হোক। তবে তার আগে আগামীকাল ছাত্রলীগের বিচার নিশ্চিত করা হোক। শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা ও ছাত্রলীগের বিচারের মাধ্যমে জকসু নির্বাচনের জন্য আগামীতে আমরা আর কঠোর কর্মসূচি দিব।’
এসময় আরও বক্তব্য প্রদান করেন সদস্য সচিব শামসুল আরেফীন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক সুমন সরদার, মুস্তাফিজুর রহমান (রুমি), শাহরিয়ার আহমেদ, ,রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক,রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম পরাগ, রাসেল মিয়া, সহ অন্যান্য নেতাকর্মীরা।