মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সকল শাখা কমিটি ও সাংগঠনিক সমন্বয়কারীর উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও মহান ২৬শে আশ্বিন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৭ তম ওরশ শরীফ উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার) ২৫ আগষ্ট সকালে স্বাগত র্যালিটি দোহাজারী পৌরসভা থেকে শুরু হয়ে পুরো চন্দনাইশ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোয়ারা মাসুমা কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য এসএম মুহিব্বুল্লাহ, প্রধান বক্তা ছিলেন পটিয়া হাদু চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নিজাম চিশতি, উদ্বোধক ছিলেন উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ডা. মো. আবদুর রহমান, বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, মাওলানা খোরশেদুল আলম, উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী যথাক্রমে, মিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, তাইফু সিকদার।
শেখ মো. সোহেলের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের সদস্য মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সমন্বয়কারী মো. আবদুর রহমান, হাছান খান, জাহিদুল ইসলাম, ডা. মো. সেলিম, সাবের আহমদ সওদাগরসহ চন্দনাইশের সকল শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।