সবাইকে কাদিঁয়ে না ফেরার দেশে চলে গেলেন রংপুরের বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল সঙ্গীত শিল্পী, জেলা শিল্পকলা একাডেমি রংপুুরের উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক, বাংলাদেশ বেতার, রংপুরের সাবেক সংগীত পরিচালক তমাল কান্তি লাহিড়ী।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পৌনে ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় বাড়িতে হঠাৎ পরে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি।
পরলোক গমনের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে দেবরাজ লাহিড়ী দ্বীপ। পরলোক গমনে তার বয়স হয়েছিলো ৭৪ বছর এবং তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সুত্রে জানা যায়, সকালে নাতনিকে স্কুলে রেখে আসেন এবং যথারীতি বাড়িতে অবস্থান করেন। বাড়িতে অবস্থানকালীন সময়ে তিনি অসুস্থ্য হয়ে পরেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নজরুল সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক তমাল কান্তি লাহিড়ীর মরদেহ বিকেল ৪ টায় নেওয়া হবে টাউনহল চত্বরে। সেখানে সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। পরে বিকেল ৫ টায় নেওয়া হবে দখিগঞ্জ শ্মশানে। সেখানেই তাকে দাহ করা হবে।
এদিকে নজরুল সঙ্গীত শিল্পী ও উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষক তমাল কান্তি লাহিড়ী পরলোক গমনের খবর ছড়িয়ে পরলে সাহিত্য সংস্কৃতি পাড়া খ্যাত টাউনহলে শোকের ছায়া নেমে আসে। শেষ বারের জন্য একনজর দেখতে সবাই ছুটে যান তার বাড়িতে।