চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করা।
অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। শুধু সরকারি উদ্যোগ নয়, নিজ নিজ ঘর-বাড়ি, উঠান, ছাদ, ড্রেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে জনগণকে সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। সচেতনতা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুর প্রকোপ হ্রাস করা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সচেতনতামূলক কার্যক্রম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাক স্বাস্থ্য ও জলবায়ু কর্মকর্তা মো. বেলাল হোসেন, স্বাস্থ্য প্রোগ্রাম কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন, টিএলসিএ সাদেকুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি।