× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

২৬ আগস্ট ২০২৫, ১৮:১১ পিএম

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। 

গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকাল দশটার দিকে নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে পথে ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম তাললিমা আকতার (১২)। সে কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরা গনেশপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, গতকাল বাড়িতে আত্নীয়-স্বজন আসছে। তাদের সাথে ঘুরতে যায় তাসলিমা। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাপের ছোবল দেয়। পরে সে চিৎকার করতে থাকে।

বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে দায়িত্বরত ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন। 

জানতে চাইলে তাসলিমার চাচাতো বড় ভাই নাজমুল মিয়া বলেন, সাড়ে ৬ টার দিকে তাসলিমাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে এনে বিষ নামানোর চেষ্টা করা হয়। সাপ কামড় দেওয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পর হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি। আমাদের বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় আট কিলোমিটার দূরে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সালাউদ্দীন আহমেদ খান বলেন, ‘সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে’।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.