× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মম ফ্যাশন লিমিটেডে লে-অফ ঘোষণায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ১৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে মম ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। প্রায় ১ ঘণ্টা পর শিল্প পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, সকালে কাজে এসে তারা কারখানার গেটে তালা ও বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এতে উল্লেখ করা হয়, বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতায় আমদানি বন্ধ ও ক্রয়াদেশ না থাকায় কারখানা সাময়িকভাবে বন্ধ থাকবে। এর প্রতিবাদে সকাল ৮টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং চলতি মাসের পূর্ণ বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধসহ ৬ দফা দাবি জানান।

খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে সকাল ৯টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে তারা অবরোধ তুলে নেন।

মম ফ্যাশন লিমিটেডের দেওয়া নোটিশে জানানো হয়, গত তিন মাস ধরে কাজ না থাকায় নিয়মিত ছুটি দেওয়া হচ্ছিল। তবে বন্ড লাইসেন্সের জটিলতায় আমদানি বন্ধ হয়ে গেছে এবং ক্রেতারাও নতুন কাজ দিতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা অনুযায়ী আগামী ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। এ সময়ে শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনির হোসেন বলেন, “কারখানায় কাজ না থাকায় ১ মাস ১৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে আমরা বসেছি, সমাধান বের করা হবে।”

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করেছিলেন। মালিক-শ্রমিক ও বিজিএমইএ প্রতিনিধিদের নিয়ে বৈঠক চলছে। আশা করছি একটি সমাধান আসবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.