× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানের ৭৬টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ২০:০০ পিএম

ছবি: সংগৃহীত

বান্দরবানের অবৈধ ও বৈধভাবে গড়ে উঠা ৭৬ টি ইটভাটার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। গত রবিবার জেলা প্রশাসক শামিম আরা রিনি স্বাক্ষরিত করা হয় মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এই গণবিজ্ঞপ্তিতে বন্ধের ঘোষনা তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশোধিত  ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধসহ কাঠ ও বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ভাটাব্যবহারকারী বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে করা পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ শে জুলাই স্মারক নং নির্দেশনার আলোকে বায়ু দূষণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র রক্ষায় বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ অনুমোদিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে একাতা প্রস্তুত ও ভাতা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে এই গনা বিজ্ঞপ্তি জারি করা হলো। 

বান্দরবানের সাতটি উপজেলায় ৭৬টি অবৈধ ইটভাটা রয়েছে। ইটভাটা পরিচালনায় পরিবেশ ছাড়পত্র, জেলা প্রশাসন এবং বন বিভাগের অনুমতি লাগে। কিন্তু এসব ভাটার মালিকেরা মৌসুম আসলে পাহাড় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট চালু করা হয় অবৈধ ইটভাটা। যার ফলে আশেপাশে যেসব প্রাকৃতিক সবুজের ঘেরা নষ্ট হয়ে যায়। সরকার এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া ফলে আবারো নতুন রুপে ফিরবে প্রাকৃতিক সবুজের বনায়ন। 

জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, বান্দরবানে সবগুলো ইটভাটা অবৈধ  তাদের কোন বৈধ অনুমোদন নাই। তাই বন্ধ করে দেয়া হয়েছে। যদি কেউ চালু করে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.