× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাবি দিয়ে শনাক্ত হলো টুঙ্গিপাড়ায় উদ্ধার হওয়া ভেসে আসা লাশের পরিচয়

টুঙ্গিপাড়া প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ২০:০৩ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ শনাক্ত হয়েছে একটি চাবির মাধ্যমে। মৃত ব্যক্তি হলেন সদর উপজেলার বৌলতলী গ্রামের মৃত নটোবর সরকারের ছেলে মহানন্দ সরকার (৬৫)।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে টুঙ্গিপাড়ার মধুমতি নদীতে স্থানীয়রা ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশকে খবর দেয়। পরে ওসি মো. জাহিদুল ইসলাম ও ওসি (তদন্ত) নয়ন দেবনাথ এবং ওসি অপারেশনসহ একটি টিমকে নিয়ে ফায়ার সার্ভিসের সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাটগাতি লঞ্চঘাট থেকে মরদেহটি উদ্ধার করেন।

রাতে গোপালগঞ্জ সদর থানা থেকে একটি বার্তা আসে যে বৌলতলী গ্রাম থেকে একজন বয়স্ক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির স্বজনেরা টুঙ্গিপাড়া থানায় এসে মরদেহ শনাক্তের চেষ্টা করেন।

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মরদেহের সাথে একটি চাবির ছড়া পাওয়া গেছে, যেখানে চারটি চাবি ছিল। মৃতের পরিবার নিজ বাড়ির তালা নিয়ে এলে চাবির মধ্যে দুইটি চাবি দিয়ে ঘরের তালা মিলিয়ে খোলা সম্ভব হয়। এরপর মরদেহ শনাক্ত করেন মহানন্দ সরকারের ছেলে বাবুল (৪০)।

টুঙ্গীপাড়া থানার ওসি (তদন্ত) নয়ন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাবুল জানান, ২১ আগস্ট বৃহস্পতিবার বাবা নিখোঁজ হন। আমরা বাড়িতে এসে তাঁকে পাইনি। পরে খবর পাই টুঙ্গিপাড়ায় একটি লাশ উদ্ধার হয়েছে। চাবির মাধ্যমেই নিশ্চিত হওয়া গেলো এটা আমার বাবার মরদেহ। টুঙ্গিপাড়া থানা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি জিডি (জিডি নং-৮৬০) হয়েছে।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী পুলিশের সহযোগিতায় মরদেহ শনাক্ত করতে পেরে কৃতজ্ঞতা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.