× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেরিট কেয়ার একাডেমি ৪৫০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ২০:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

গোপালগঞ্জে মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদেরকে (ছাত্র-ছাত্রীদের) সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারের হল রুমে সকাল ১০ টায় এক বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। 

 মেরিট কেয়ার একাডেমি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আবু দারদা শোহানের  সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী, প্রথিতযশা আইনজীবী, গোপালগঞ্জ জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, বলাকইড় আজহার উদ্দিন রাবেয়া সরোয়ার হাইস্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, এম এইচ খান ডিগ্রি কলেজ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

অনুষ্ঠানের প্রধান বক্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের এগিয়ে আসতে হবে।”

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ও সমাজসেবক এবং গরিবের বন্ধু নামে খ্যাত জে. কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মনোয়ারা জালাল ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান শিকদার (কামাল)।

মেরিট কেয়ার একাডেমি গোপালগঞ্জ জেলা শাখার শিক্ষক তাওহীদ ইসলামের সঞ্চালনায় এসময় মেরিট কেয়ার একাডেমি গোপালগঞ্জ জেলা শাখার বর্তমান পরিচালক আরাফাত আলম, ফোকাস-এর  চেয়ারম্যান সহ প্রায় ৩’ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

পরে অনুষ্ঠানে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে আমন্ত্রিত অতিথিগণ সম্মাননা  ক্রেস্ট তুলে দেন। সকালে বৈরী আবহাওয়ায় যে সকল কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তাদের সংবর্ধনা ক্রেস্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আয়োজক কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.